নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): মধ্যবিত্তের মাথায় হাত | রবিবারও বাড়ল জ্বালানি তেলের দাম । এর ফলে করোনা সংক্রমণের মধ্যে টানা আটদিন দেশে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম ।
রবিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৬২ পয়সা করে। এর ফলে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ৭৫ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার ৬৪ পয়সা। ফলে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৭৪ টাকা ০৩ পয়সা।
একই অবস্থা বাণিজ্য নগরী মুম্বইয়ে। এই শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮২ টাকা ৭০ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭২ টাকা ৬৪ পয়সা হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯ টাকা ৫৩ পয়সা ও ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭২ টাকা ১০ পয়সা।
কলকাতাতেও জ্বালানি তেলের দাম বেড়েছে। রবিবার সকালে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৭ টাকা ৬৪ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৬৯ টাকা ৮০ পয়সা।
এর আগে শনিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল লিটার প্রতি ৫৯ পয়সা ও ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ৫৮ পয়সা। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে টানা ৮২ দিন বন্ধ থাকার পর ফের প্রতিদিন জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করেছে তেল কোম্পানিগুলি।