নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। রবিবার সন্ধেয় কেঁপে ওঠে গুজরাট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল হল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে। ভূমিকম্প হয়েছে কাশ্মীরেও ।
লকডাউন চলাকালীন একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। এবার কেঁপে উঠল গুজরাত। রবিবার সন্ধেয় কেঁপে ওঠে গুজরাট। এদিন সন্ধে ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল হল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে।
কম্পনের তীব্রতা এতটাই ছিল যে অহমদাবাদ,সৌরাষ্ট্র-সহ বিভিন্ন এলাকায় আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। কম্পনের পর পরিস্থিতি জানতে রাজকোট, কচ্ছ ও পাটানের ডিস্ট্রিক্ট কালেক্টরদের ফোন করে খবর নেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
গুজরাটের পাশাপাশি এ দিন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরেও। রবিবার রাত ৮.৩৫-এ মৃদু কম্পন হয় ভূস্বর্গের বিভিন্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কাটরা থেকে ৯০ কিলোমিটার দূরে।স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন ওই অঞ্চলের বহু মানুষ।