রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে হবে৷ এজন্য স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে স্বাস্থ্য দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ আজকের সভায় মূলত জাতীয় স্বাস্থ্য মিশনের কাজকর্ম, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, দপ্তরের সামগ্রিক অবস্থা এবং কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন পদক্ষেপ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তাছাড়াও বৈঠকে স্বাস্থ্য পরিষেবায় প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ, জনসাধারণের কাছে চিকিৎসা পরিষেবা প্রদান, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাসহ সমস্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়৷


পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবাকে সম্পসারিত করার জন্য বিশেষ’ চিকিৎসকদের প্রয়োজন অনুসারে জেলা হাসপাতালগুলিতে সময়ে সময়ে পাঠানোর উদ্যোগ নিতে হবে৷ যাতে গ্রামীণ এলাকার মানুষও বিশেষ’ চিকিৎসকদের পরিষেবার সুুযোগ পেতে পারেন৷ মুখ্যমন্ত্রী বলেন, অ্যাসপিরেশনাল জেলা ধলাইতে যে সকল সুকল কলেজের ছাত্রছাত্রীগণ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে স্বেচ্ছাসেবী হিসাবে নিযুক্তি পেয়ে জনসচেতনতামূলক কাজ করছে তাদের ম্যালেরিয়া, রক্তাল্পতা, শিশু ম’ত্যু প্রতিরোধ সহ নানা কাজে লাগানো যেতে পারে৷ ধলাই জেলাকে মডেল হিসাবে ধরে পাইলট প্রজেক্ট গ্রহণ করতে তিনি সভায় পরামর্শ দেন৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দায়িত্ব স্থির করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি বিধান সংক্রান্ত যে সকল জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় তার মূল্যায়ন হওয়া প্রয়োজন৷ গ্রামীণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আশাকর্মীরা যাতে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তার জন্য দপ্তরকে আরো উদ্যোগ নেবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ম্যালেরিয়া প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন৷ স্বাস্থ্য দপ্তরের অধীনে অসমাপ্ত স্বাস্থ্য পরিকাঠামোর কাজগুলি দ্রত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি পরীক্ষাগারগুলিকেও উন্নত করার উপর জোর দেন তিনি৷ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে স্বাস্থ্য সুুরক্ষা বিষয়ক সচেতনতামূলক ফ্লে’গুলিকে আরও কিভাবে সাধারণের কাছে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে দপ্তরকে উদ্যোগী হতে এবং বিমানবন্দরসহ জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ডিজিটাল ফ্লে’ লাগানোর বিষয়েও মুখ্যমন্ত্রী দপ্তরকে পরামর্শ দিয়েছেন৷ পর্যালোচনা সভায় স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পর্যালোচনা বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের রূপায়ণ এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বিশদভাবে অবহিত করেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার মিশন ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ শিব যশোয়াল৷ তিনি জানান, গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টিবিধান কমিটির সদস্যদের যুক্ত করে রাজ্যের ৮টি জেলায় স্বাস্থ্য সুুরক্ষা প্রকল্প বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়া ককবরক এবং বাংলায় জনসচেতনতামূলক লিফলেট রাজ্যের বিভিন্ন প্রান্তে বিলি করা হয়েছে৷ সভায় রাজ্যে শিশু ম’ত্যুর হার নিয়ে পর্যালোচনা করা হয়৷ সভায় জনানো হয় শিশু ম’ত্যু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে এ জি এম সি এবং জি বি হাসপাতাল, গোমতী, খোয়াই এবং ধলাই জেলা হাসপাতালসহ টি এম সিতে মোট ৬টি এস এন সি ইউ চালু করা হয়েছে৷


তিনি জানান, ১১৫টি হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টারকে টেলি মেডিসিন পরিষেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এজন্য ঐ সেন্টারগুলির প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, চলতি অর্থ বছরে দক্ষিণ ত্রিপুরা এবং ঊনকোটি জেলা হাসপাতালগুলিতে সিটিস্ক্যান পরিষেবা সম্পসারণের জন্য অনুমোদন পাওয়া গিয়েছে৷ স্বাস্থ্য ক্ষেত্রে ডায়লেসিস পরিষেবা খোয়াই এবং ঊনকোটি জেলা হাসপাতালে চালু করার জন্যও অনুমোদন দেওয়া হয়েছে৷ তিনি জানান, রিয়াং শরণার্থী শিবিরে ১০জন নতুন আশাকর্মী দেওয়া হয়েছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর ২০১৯-২০ স্বাস্থ্য সংক্রান্ত অর্জিত লক্ষ্যমাত্রা এবং ২০২০-২১ অর্থবছরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন উদ্যোগ সমূহ বিষয়ে বিশদ আলোচনা করতে গিয়ে জানান, ২০১৯-২০ সালে ৯৩.৭ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছে৷ ম্যালেরিয়া সনাক্তকরণে চলতি বছরের এপ্রিল এবং মে মাসে ১ লক্ষ ৪ হাজার ৯৩ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে৷ চলতি বছরে ৩ লক্ষ ৭৪ হাজার ৭৬৬টি ঔষধীযুক্ত মশারী সুুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে৷ চলতি বছরের ৩১ আগষ্টের মধ্যে একাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি জানান, কোভিড-১৯ পরিস্থিতিতেও নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলছে৷


স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা সভায় হেলথ সার্ভিসেস-এর অধিকর্তা শুভাশিস দেববর্মা চিকিৎসক এবং নার্স নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন৷ সভায় প্রদত্ত তথ্য থেকে জানা যায় বর্তমানে বিলোনীয়া, কমলপুর এবং মেলাঘর এই তিনটি হাসপাতাল রেফারেল হাসপাতাল হিসেবে কাজ করছে৷ সভায় পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা দপ্তরের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বিভিন্ন নির্মাণ কাজের বর্তমান অবস্থা সম্পর্কে সভায় অবহিত করেন৷ পর্যলোচনা সভায় মেডিক্যাল এডুকেশন ডিরেক্টর চিন্ময় বিশ্বাস জানান, রাজ্যে মেডিক্যালের ক্ষেত্রে পি জি কোর্সের আসন ২৫ থেকে বেড়ে ৭৯ হয়েছে৷ পাশাপাশি ইউ জি কোর্সের আসন ১০০ থেকে বেড়ে ১২৫ হয়েছে৷ এক্ষেত্রে আসন বাড়ার সাথে হোস্টেল বাড়ানোর বিষয়টিও সভায় আলোচনায় প্রাধান্য পায়৷

মুখ্যমন্ত্রী কোভিড-১৯ সংক্রমণ জনিত রাজ্যের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে বলেন, জর,সর্দি উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসা রোগীদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার জন্য স্বাস্থ্য দপ্তরকে আরও তৎপর হতে হবে৷ সভায় কোভিড-১৯ সংক্রান্ত রাজ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও অবহিত হন তিনি৷ এদিনের পর্যালোচনা সভায় মুখ্যসচিব মনোজ কুমার, অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এস কে রাকেশ, মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব পি কে গোয়েল, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাগণ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷