ডিমা হাসাওয়ের সন্তোষ হোজাই হত্যাকাণ্ডের সিআইডি তদন্তের নির্দেশ গৌহাটি হাইকোর্টের

হাফলং (অসম), ১৩ জুন (হি.স.) : সন্তোষ হোজাই হত্যাকাণ্ড নিয়ে এবার গৌহাটি হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিল। সন্তোষ হোজাইয়ের স্ত্রী জয়ন্তা হোজাইর দাখিল করা রিট আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা, বিচারপতি সৌমিত্র শইকীয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি গ্রহণ করে এই হত্যাকাণ্ডের সিআইডিকে দিয়ে তদন্ত করার জন্য রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্তকে নির্দেশ দিয়েছে।

সন্তোষ হোজাই খুনের তদন্ত হচ্ছে সম্পূর্ণ গৌহাটি হাইকোর্টের তত্বাবধানে। গত ৪ মে এই খুনের মামলা নিয়ে তদন্ত করতে এসআইটি গঠন করতে রাজ্যের পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছিল গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সৌমিত্র শইকিয়ার ডিভিশন বেঞ্চ। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত দক্ষিণ অসম রেঞ্জের জিআইজি দিলীপ কুমার দে-র নেতৃত্বে এসআইটি গঠন করে দিয়েছিলেন। শুক্রবার এসআইটি-র প্রধান সন্তোষ হোজাই খুনের তদন্ত নিয়ে এক শপথনামা গৌহাটি হাইকোর্টে দাখিল করেন। 

শপথনামায় ডিআইজি উল্লেখ করেছেন, সন্তোষ হোজাইর অপহরণ ও খুনের পিছনে পুলিশ অফিসার সূর্যকান্ত মরান (ডিমা হাসাওয়ের বিদায়ী ডিএসপি) জড়িত রয়েছেন বলে সন্তোষের স্ত্রী জয়ন্তা হোজাই সাক্ষ্য দিয়েছেন। তাছাড়া এই তদন্তের আওতায় আনা হয়েছে ডিএসপি-র পিএসও, গাড়ির চালক সবাইকে। এমন-কি প্রাক্তন জঙ্গি নেতা সহ আরও অনেককে এই খুনজনিত ঘটনার তদন্তের আওতায় আনা হয়েছে। 

শপথনামায় ডিআইজি আরও উল্লেখ করেছেন, সন্তোষ হোজাই খুনের যাতে নিরপেক্ষ তদন্ত হয় তার জন্য ডিএসপি সূর্যকান্ত মরানকে অন্যত্র বদলি করা হয়েছে। তাছাড়া যেখান থেকে সন্তোষ হোজাইর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সে জায়গায় এসআইটি-র দল গিয়ে সেখানকার মাটি নিয়ে তা পরীক্ষার জন্য এবং সিসিটিভি ফুটেজ ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এছাড়া এসআইটির তদন্তে কর্তব্যে গাফিলাতি করার দায়ে হারাঙ্গাজাওয় থানার ওসি অংশুমান রাজকুমারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে শপথনামায় উল্লেখ করেছেন ডিআইজি দিলীপ কুমার দে। 

তার পরই এই মামলার শুনানি গ্রহন করে মুখ্য বিচারপতি অজয় লাম্বা এবং বিচারপতি সৌমিত্র শইকীয়ার ডিভিশন বেঞ্চ সন্তোষ হোজাই হত্যাকাণ্ডের সিআইডি তদন্তের নির্দেশ দেয়। আগামী ১৬ জুন এই মামলার পুনরায় শুনানি গ্রহণ করা হবে গৌহাটি হাইকোর্টে, আইনজীবী ডেসরিং থাওসেন। 

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল হারাঙ্গাজাও থেকে ৫ জনের দুষ্কৃতকারীর দল সন্তোষ হোজাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৭ দিনের মধ্যে গত ৩০ এপ্রিল মুপা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত জাতীয় সড়কের পাশে লাইলিঙের জঙ্গলে মাটির নীচে পুতে রাখা অবস্থায় সন্তোষ হোজাইর মৃতদেহ উদ্ধার করেছিল লাংটিং পুলিশ।