BRAKING NEWS

রাজ্যে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, মৃতদেহ সৎকারে বাধা বটতলা মহাশ্মশানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ত্রিপুরায় করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছে একজনের৷ চাচুবাজারের বাসিন্দা করোনা সংক্রমিতের আজ মঙ্গলবার মৃত্যু হয়েছে৷ তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ এদিকে, মৃত ব্যক্তির দেহ সৎকারের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে৷ বটতলা মহাশ্মশানে মৃতদেহ সৎকার করতে দেওয়া হবে না বলে এলাকার কিছু লোক সোচ্চার হন৷ এদিন সন্ধ্যার পর মহাশ্মশানের মূল ফটকে তাালা দিয়ে দেয়া হয়৷ সেই সাথে এলাকার পুরুষ মহিলা রাস্তায় অবরোধ করেছে৷ তাদের বক্তব্য বটতলা মহশ্মশানে মৃতদেহ সৎকার করেত দেওয়া হবে না৷ জানা গিয়েছে, মৃতদেহ জিবি হাসপাতালের মর্গেই রাখা হয়েছে৷ এর আগেও এক করোনা আক্রান্ত আত্মঘাতী মহিলার মৃতদেহ সৎকার নিয়েও প্রশাসনকে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে৷


প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই মোহনপুর থানাধীন চাচুবাজার এলাকার ৪৮ বছর বয়সি এক ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর গত ৩ জুন তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ করোনা-য় আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন৷ ফলে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভরতি করে চিকিৎসা শুরু হয়৷
তাঁর ছেলে বেঙ্গালুরু থেকে ফিরেছেন৷ কিন্তু তাঁর ছেলে করোনা আক্রান্ত নন৷ ফলে, তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন সেই রহস্য এখনও ভেদ হয়নি৷ চাচুবাজার অঞ্চলকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে৷


আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সম্ভবত, আজকেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
বহিঃরাজ্য থেকে আগত সমস্ত ট্রেন যাত্রীদের নমুনা পরীক্ষা করা হবে৷ কারণ, ট্রেন যাত্রীদের মধ্যে সংক্রমণের হার বেশি রয়েছে৷ এদিকে, আজ নতুন করে ২৬ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট করে জানান, আজ ১৪৫০টি নমুনা পরীক্ষা হয়েছে৷ তাতে, ২৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের মধ্যে সিপাহীজলা জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ৬ জন এবং খোয়াই জেলায় ২ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ সব মিলিয়ে ত্রিপুরায় ৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ১ জনের মৃত্যু হয়েছে৷


এদিকে, আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, চুড়াইবাড়ি দিয়ে ১৫,৫২৩ জন ত্রিপুরায় প্রবেশ করেছেন৷ তাঁদের মধ্যে ৪,৩৯৯ জন হটস্পট থেকে এসেছেন৷ চুড়াইবাড়ি দিয়ে প্রবেশ করা সকলের মধ্যে ৬,৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি আরো জানান, ট্রেনে বহিঃরাজ্য থেকে ১৪,৮৫৭ জন ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে ৮,২০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ ৫৬২ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদিকে, বিমানে ৪,০৯৭ জন যাত্রী এসেছেন এবং তাদের মধ্যে ৯৬২ জনের নমুনা নেওয়া হয়েছিল৷ ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, বাংলাদেশ ফেরত ১০৬ জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ১০ জনের এবং কুয়েত ফেরত ৫২ জনের মধ্যে ৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, ট্রেন যাত্রীদের মধ্যেই করোনা সংক্রমণের হার বেশি৷ তাই, ট্রেনে আগত সকলের নমুনা পরীক্ষা করা হবে৷ তিনি জানান, নমুনা পরীক্ষার জন্য আরো একটি মেশিন এসেছে৷ ২ থেকে ৩ দিনের মধ্যে ওই মেশিনেও পরীক্ষা শুরু হয়ে যাবে৷ তাতে, একত্রে আরও অনেক বেশি পরীক্ষা করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *