করোনা আক্রান্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ৯ জুন (হি. স.) : করোনা ভাইরাসে আক্রান্ত বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে,  সেখানে চিকিৎসা চলছে।  তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়াও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁর এখনও পর্যন্ত কোনও উপসর্গ দেখা না গেলেও দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের ২৪ টি আসনে উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।  তিনি শুধুমাত্র লকডাউনের সময় দিল্লিতে ছিলেন। লকডাউন খোলার পরে উপ-নির্বাচন পরিচালনা করার জন্য তিনি গোয়ালিয়রে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু  মঙ্গলবার জানা গেল,  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এবং নমুনা পরীক্ষা করার পর জানা গেছে তিনি এবং তাঁর মা দুজনেই করোনায় আক্রান্ত। দুজনই বর্তমানে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন রয়েছে।  জানা গেছে যে সিন্ধিয়া এবং তার মা করোনায় আক্রান্ত হওয়ার পরে তাদের পুরো পরিবার স্বাস্থ্য পরীক্ষার অধীনে রয়েছে এবং কীভাবে তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *