নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আমদানি-রফতানি এবং যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ দিন সময়ের প্রয়োজন৷ কারণ, আইসিপি জীবাণুমুক্ত করার পর সেখানে কর্মরত সকলের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে তবেই পুনরায় কাজকর্ম চালু করা হবে৷ আজ সোমবার এ-কথা জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব গিত্বে কিরণকুমার দিনকর রাও৷ আগরতলা আইসিপি-তে চিকিৎসক এবং বিএসএফ জওয়ান সহ ৯ জন করোনা আক্রান্তের ঘটনায় নিয়ম মেনে স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে৷
ত্রিপুরায় করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে৷ এদের মধ্যে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকও রয়েছেন৷ তাদের সংস্পর্শে গিয়ে আগরতলা আইসিপি-তে ৬ জন বিএসএফ, ১ জন চিকিৎসক, একজন ল্যান্ড পোর্ট অব ইন্ডিয়া-র কর্মী এবং একজন ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক আক্রান্ত হয়েছেন৷ ওই ঘটনায় আগরতলা আইসিপি গতকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে৷
এ-বিষয়ে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দফতরের সচিব বলেন, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আগরতলা আইসিপি বন্ধ করা হয়েছে৷ আজ আগরতলা পুর নিগমের কর্মীরা আইসিপি জীবাণুমুক্ত করা শুরু করেছেন৷ আগামীকাল আইসিপি-র সমস্ত কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে৷ তাঁর কথায়, নমুনা-র রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ এক্ষেত্রে কারোর দেহে সংক্রমণ পাওয়া গেলে তাঁকে চিকিৎসার জন্য পাঠিয়ে বাকিদের নিয়ে আইসিপি-র কাজকর্ম শুরু করা হবে৷ তাতে ২ থেকে ৩ দিন সময় লাগবে৷