নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): টেস্ট ক্রিকেটে চালু হচ্ছে করোনা রিপ্লেসমেন্ট। করোনা মহামারির কথা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন নিয়ম পরিবর্তনে সিলমোহর দিল আইসিসি। টেস্ট ম্যাচের মাঝে কোনও ক্রিকেটার করোনা সংক্রামিত হতে পারে এই আশঙ্কায় এই নতুন নিয়ম আনছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ।
করোনা আবহে মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির পরামর্শ মত অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি আইসিসিকে যে সব পরামর্শ দিয়েছিল, সেগুলিতেই সরকারিভাবে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বল পালিশের ক্ষেত্রে নিষিদ্ধ হল লালার ব্যবহার।পাশাপাশি টেস্ট ম্যাচের মাঝে কোনও ক্রিকেটার করোনা সংক্রামিত হতে পারে এই আশঙ্কায় অনুমতি দেওয়া হল করোনা রিপ্লেসমেন্টের। নিরপেক্ষ আম্পায়ারের বদলে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে স্থানীয় আম্পায়ারদের টেস্ট ম্যাচ পরিচালনায় বৈধতা দেওয়া হল। সেক্ষেত্রে ম্যাচ রেফারি ছিটকে যাওয়া ক্রিকেটারের ভূমিকা অনুযায়ী পরিবর্ত বেছে দেবেন। এই পরিবর্ত শুধু মাত্র অন্তর্বর্তীকালীন ভিত্তিতে টেস্টেই নেওয়া যাবে। ওয়ান ডে বা টি-২০ ক্রিকেটে এই নিয়ম প্রজোয্য হবে না।
নিষিদ্ধ হয়েছে বলে লালা ব্যবহার । কোনও বোলার ভুল করে বলে লালা লাগিয়ে বসলে আম্পায়ার বল জীবানুমুক্ত করার পরেই খেলার অনুমতি দেবেন এবং বোলারকে সতর্ক করবেন। দু’বার সতর্ক করার পরেও একই ভুল করলে পেনাল্টিতে ৫ রান উপহার দেওয়া হবে প্রতিপক্ষ দলকে। খেলার নিয়মের বাইরে আগামী ১২ মাসের জন্য ক্রিকেটারদের জার্সিতে অতিরিক্ত লোগো ব্যবহার করার অনুমতি দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবার থেকে টেস্টের প্রতি ইনিংসে উভয় দল তিনটি করে রিভিউ নিতে পারবে।