নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ ২৪ ঘন্টার মধ্যেই শহিদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে, শহিদ পরিবারকে করলেন আর্থিক সাহায্য৷
শনিবার দিনভর তিনি ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলা সফরে ছিলেন৷ পরের দিন অর্থাৎ আজই মুখ্যমন্ত্রী শহীদ বিজয় দেববর্মার বাড়িতে যান৷ চীন সীমান্তে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছিলেন রাজ্যের বীর যুবক বিজয় দেববর্মা৷ গতকাল তাঁর নিজ বাসভবন, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এডিসি ভিলেজের বিধি চন্দ্র পাড়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়৷
আজ দুপুরে মুখ্যমন্ত্রী শহীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন৷ শহীদের স্মৃতিতে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন৷
শহিদ বিজয় দেববর্মার স্ত্রী আশা রানী দেববর্মা, এক ছেলে, বাবা ভাস্কর দেববর্মা এবং মায়ের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শহীদ পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি৷ এছাড়া ভারতীয় সেনার পক্ষ থেকে এই শহীদ পরিবারকে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, ’ভারত মাতার বীর সন্তান, বিজয় দেববর্মা ত্রিপুরার গর্ব৷ এই সুদূর গ্রাম থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে অরুণাচল প্রদেশের চীন সীমান্তে কার্যরত অবস্থায় বীরগতি প্রাপ্ত হয়েছেন৷’ দেশের প্রতি কাজ করতে গিয়ে শহীদ হওয়া বিজয় দেববর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ’আমরা সবাই এই পরিবারের সঙ্গে থাকব’৷
এদিন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিধায়ক তথা জম্পুইজলা ব্লক এডভাইজারী কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া, জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যরা৷