নয়াদিল্লি, ৮ জুন (হি. স.): পূর্ব লাদাখে উত্তেজনা কমানোর জন্য চিন ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ পর্যায় বৈঠক হয়।এরপর সোমবার পূর্ব লাদাখ লাগোয়া মূল নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠকে বসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৈঠকে আগামী দিনের রণনীতি ঠিক করার পাশাপাশি শনিবারের বৈঠক নিয়েও বিশদে আলোচনা হয়। প্রায় এক ঘন্টা ধরে রুদ্ধদ্বার এই বৈঠক হয়।বিপিন রাওয়াত প্রতিরক্ষামন্ত্রীকে বিষয়টি নিয়ে অবগত করান। রবিবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে দুই দেশ এই স্ট্যান্ড অফের শান্তিপূর্ণ পরিণতি বের করতে সচেষ্ট। এমনকি এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে মধ্যস্থাকারী হিসেবে অবতীর্ণ হওয়ার কথা উত্থাপন করেছিলেন।