BRAKING NEWS

শৌচালয়ের গর্তে পড়ে বিশালগড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুন৷৷ মর্মান্তিক বললেও হয়তো কম হবে৷ ভবিষ্যৎ গড়ার আগেই দূনিয়া থেকে বিদায় নিল এক তিন বছরের ছোট শিশু৷ যার স্বপ্ণ ছিল বড় হবে পড়াশুনা করবে, সুকলে যাবে৷ আর মাত্র তিন বছরেই এই ছোট শিশুটি কে চলে যেতে হলো৷ নিজ বাড়ির শৌচাগারের গর্তে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর৷ তার নাম রফিকুল আলম৷ বাবার নাম জলিল মিয়া৷


ঘটনা রবিবার সন্ধ্যায় নাড়াউরা টিলা এলাকায়৷ জানাগেছে, শিশুটির পরিবার তাকে হঠাৎ না দেখতে পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে৷ এক সময় শিশুটির পরিবারের সন্দেহ হওয়ায় বাড়ির পাশের শৌচাগারের সামনে যায়৷ আর সেখানেই গিয়ে দেখতে পায় গর্তে পড়ে রয়েছে তাদের ছোট শিশু৷ চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয় এলাকাবাসীরা৷

খবর যায় বিশালগড় অগ্ণি নির্বাপক দফতরে৷ দমকল কর্মীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ শিশুর পরিবারে মৃত্যুর খবর শুনতে পেয়ে কান্নায় ভেঙে পরেন৷ জানাগেছে, এই বাড়িটি তারা নতুন করেছে৷ সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *