BRAKING NEWS

মাস্ক পরেই হবে সেনা অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : এই প্রথম ফেসমাস্ক পরে ভারতীয় সেনা অ্যাকাডেমির পাসিং আউট প্যারেড-এ অংশগ্রহণ করতে চলেছে জেন্টলম্যান ক্যাডেটস বাহিনী।  করোনা অতিমারির কারনে আগামী ১৩ জুনের ওই অনুষ্ঠানে স্বাস্থ্য নিরাপত্তার কারণেই এবার এই নিয়ম চালু হল বলে সোমবার জানিয়েছেন আইএমএ কর্তারা।

আইএমএ-র জনসংযোগ আদিকারিক লেফটেন্যান্ট কর্নেল অমিত ডাগর জানিয়েছেন, ‘কভিড ১৯ অতিমারির কারণে এবারের পাসিং আউট প্যারেডে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা অনুসারে বেশ কিছু পরিবর্তন এনেছে আইএমএ। এর মধ্যে প্যারেডে অংশগ্রহণকারী জেন্টলম্যান ক্যাডেটদের ফেসমাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। সেই সঙ্গে প্রচলিত রীতি ছেড়ে আগের চেয়ে নিজেদের মধ্যে শর্তাবলী মেনে বেশি ব্যবধান তাঁরা বজায় রাখবেন।’ তবে সমগ্র অনুষ্ঠান সংবাদমাধ্যমে যেন সম্প্রচার করা হয়, এই অনুরোধও জানিয়েছেন আইএমএ আধিকারিক।

আগামী ১৩ জুন আইএমএ আয়োজিত পাসিং আউট প্যারেড-এ মোট ৪২৩ জন উত্তীর্ণ জেন্টলম্যান ক্যাডেট অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে ৩৩৩ জন ভারতীয় এবং ৯০ জন বিদেশি ক্যাডেট।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যাকাডেমির তরফে ঘোষণা করা হয়েছিল যে, জেন্টলম্যান ক্যা়ডেট ও সেনা অ্যাকাডেমি কর্মীদের নিরাপত্তার স্বার্থে চলতি বছরের পাসিং আউট প্যারেড-এ অভিভাবক ও প্রিয়জনদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *