BRAKING NEWS

করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারীকদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ করোনার প্রতাপ আজ কিছুটা শান্ত হয়েছে৷ তবু ২৫ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে রাজ্যে৷ তাতে এখন পর্যন্ত রাজ্যে মোট ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারীকদের নিয়ে এদিন বৈঠক করেছেন৷


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে জানান, এদিন ৮৭৫ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তিনি জানান, তাদের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷
এদিকে, রাজ্যে বর্তমানে করোনা সংক্রমিতের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়েছেন৷ বাকি ৪৭৪ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন৷ এর মধ্যে তিনজন রাজ্যের বাইরে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলকে নিরাপদ থাকার জন্য আবেদন জানিয়েছেন৷ প্রসঙ্গত, গতকাল রাজ্যে ১৫১ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছিল৷ তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷


এদিকে, রাজ্যস্তরে গ্রামীণ এলাকায় করোনা প্রতিরোধে ব্যবস্থা ও কোয়ারেন্টাইন পরিকাঠামো পরিদর্শন শেষে বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ কথা বলেছেন গৃহ, কারা, দমকল ও সিভিল ডিফেন্সের আধিকারিকদের সঙ্গে৷ বৈঠকে তিনি রাজ্যের সর্বশেষ আইন-শৃঙ্খলাজনিত বিষয়েও খোঁজখবর নেন৷ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দফতর কী পদক্ষেপ নিয়েছে তারও পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷
একই সাথে এদিন শিল্প ও বাণিজ্য দফতর, নগরোন্নয়ন, স্মার্ট সিটি, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান এবং সাধারণ প্রশাসনের কাজকর্মের সমীক্ষা করেন তিনি৷


বৈঠক শেষে মুখ্যমন্ত্রী টুইট করে জানান, শিল্পক্ষেত্রে রাজ্য উন্নীত হচ্ছে৷ বর্তমান সরকার নতুন শিল্প স্থাপনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এ-বিষয়ে এক পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে ১৮টি শিল্প স্থাপনের লক্ষ্যে ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তা বাড়িয়ে ২০১৯-২০ সালে ৩১টি শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে ১০৬ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে৷ তাতে ত্রিপুরায় যুব সম্প্রদায়ের কাজের সুযোগ সম্প্রসারিত হবে৷ তাই যুব সম্প্রদায়কে উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷


তিনি আরও জানান, পিএম কিষাণ সম্পদ যোজনার আওতায় ত্রিপুরায় চারটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে৷ এই প্রকল্পে ৩৫,০২৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকারের আর্জি মতো ৫০ শতাংশ ভরতুকি দিতে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রক সম্মতি জানিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ইন্সেন্টিভ স্কিমে ২০১৮-১৯ অর্থবছরে ১৭,০৯৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷ তেমনি, ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২৯,০২৩ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *