স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আমতলি থানাধীন ডুকলি সুকল সংলগ্ণ এলাকায় স্ত্রীকে নৃশংস খুনের মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত স্বামী মানিক গোপ৷ বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর অফিস টিলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ গোপন ডেরা থেকে অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়৷

যথারীতি গ্রেপ্তারের পর অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ৷ এরপর সেখানে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত ব্যক্তিকে আমতলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত ১ জুলাই সন্ধ্যা রাতে নিজ বাড়ির বিছানা থেকে উদ্ধার হয়েছিল রত্না গোপ নামে মধ্যবয়সী মহিলার রক্তাত্ত দেহ৷ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল৷ খবর পেয়ে এসডিপিও অনির্বাণ দাস ও আমতলি থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর করের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে মানিক গোপই তার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে৷ পরবর্তীতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ৷ পাশাপাশি আমতলি থানার পুলিশ অভিযুক্ত মানিক গোপের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে৷ যার নম্বর — ৪৭/২০২০৷ এরপর তাকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ৷ টানা চারদিনের মাথায় শেষ পর্যন্ত ধর্মনগর থেকে জালে পড়লো অভিযুক্ত ব্যক্তি৷ অভিযুক্ত গ্রেপ্তার হতেই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সংশ্লিষ্ট এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *