BRAKING NEWS

ফের আমবাসায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ আবারো ত্রিপুরায় রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বহিঃরাজ্য থেকে আগত ট্রাকের সহ-চালকের রেল লাইনের ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনা সন্দেহজনক বলে মনে করছে পুলিশ৷


আজ বুধবার ধলাই জেলার আমবাসার ডলুবাড়িতে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম কুটনাবিশ সিনহা৷ তিনি অসমের শিলচরের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেছে৷ ট্রাকের সহ-চালক হিসেবে কাজ করতেন তিনি৷ আশঙ্কা করা হচ্ছে, পণ্যবাহী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে৷ এদিন সকালে রেল লাইনের ধারে রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ৷


জানা গেছে, মঙ্গলবার একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পরিবাহী লরিতে ওই যুবক ত্রিপুরায় আসেন৷ আমবাসা গ্যাস এজেন্সিতে সিলিন্ডার নামানো হয়েছে৷ গাড়ির চালক ও সহ-চালক রাতে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন৷ ওই ঘটনা সম্পর্কে গাড়ির চালক জানান, বুধবার সকালে কুটনাবিশ সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এরই মধ্যে খবর আসে, রেল লাইনের পাশে তার মরদেহ পড়ে রয়েছে৷


তবে লরি চালকের বক্তব্যে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের৷ আমবাসা থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আমবাসার ডলুবাড়ি রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *