নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কাশিপুর এলাকায় গ্যাস পাইপলাইন কেটে গিয়ে অল্পেতে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷ জানা যায় ড্রজার দিয়ে রাস্তার পাশের ড্রেন পরিষ্কার করার সময় ডোমেস্টিক গ্যাস পাইপ লাইন কেটে যায়৷ গ্যাস লাইন কেটে যাওয়ার ফলে ব্যাপকহারে গ্যাস নির্গত হতে শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার কাশিপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
সঙ্গে সঙ্গে পুলিশ , অগ্ণিনির্বাপক বাহিনী এবং পিএনজি শিয়ালকে খবর পাঠানো হয়৷ প্রত্যেক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লোকজন নাই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ টি এন জি সি এল এর কর্মীরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন৷ ফলে বড় ধরনের অঘটন এর হাত থেকে রক্ষা পেয়েছে কাশীপুর সহ পার্শবর্তী এলাকাগুলো৷ উল্লেখ্য গত কয়েকদিন আগেও খয়ের পুর এর বিজয় সংঘ এলাকায় ড্রজার দিয়ে ড্রেইন পরিষ্কার করতে গেলে ডোমেস্টিক গ্যাস পাইপলাইন ফেটে গিয়েছিল৷ বিজয় সঙ্গের পর কাশিপুর এলাকায় একইভাবে ড্রেজার দিয়ে ড্রেইন পরিষ্কার করার সময় বুধবার ডোমেস্টিক গ্যাস পাইপ লাইন কেটে গিয়ে বিপত্তি ঘটে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় জনগণের অভিযোগ ও বৈজ্ঞানিক ভাবে মাটির নিচ দিয়ে ডোমেস্টিক গ্যাস পাইপলাইন সহ অন্যান্য টেনে নেওয়ার ফলে এই ধরনের বিপত্তি ঘটে চলেছে৷
মাটি খোঁড়া কিংবা ড্রেন পরিস্কার সহ যেকোন কাজ করার সময় সাবধানতা অবলম্বন করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ বুধবার অল্পেতে রক্ষা পেয়েছে কাশিপুর সহ পার্শবর্তী এলাকা গুলো৷ জননিরাপত্তা নিশ্চিত করেই এ ধরনের কাজকর্ম করা প্রয়োজন বলেও জনগণ দাবি জানিয়েছেন৷