BRAKING NEWS

তেলিয়ামুড়য় হাতির হামলায় আহত অটোচালক, ভাগ্যক্রমে অক্ষত যাত্রীরা, আতঙ্কে জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জুন৷৷ করিডোর দিয়ে হাতির পাল যাওয়ার সময় সামনে এসে পড়ে একটি যাত্রীবোঝাই অটো৷ হতচকিত হয়ে অটোয় হামলা চালায় হাতি৷ তখন যাত্রীরা পালিয়ে আত্মরক্ষা করেন৷ কিন্তু অটোচালক পালাতে গিয়ে আহত হয়েঠেন৷ হাতির দল অটোকে উল্টে ফেলে চলে তার গন্তব্যের দিকে চলে যায়৷ আহত অটোচালক অভিজিৎ ধরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এ ঘটনাষ কৃষ্ণপুর ভূমিহীন কলোনি এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ ঘটনাটি গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটেছে৷


বন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে টিআর ০৬ ২৩৭৫ নম্বরের একটি অটো রিকশা যাত্রী বোঝাই করে উত্তর মহারানি থেকে যাচ্ছিল৷ এক সময় এক দল হাতির হামলার শিকার হয় যাত্রীবোঝাই অটোটি৷ তিনি জানান, ওই এলাকাটি বুনো হাতির যাতায়াতের করিডোর হিসেবে পরিচিত৷ সেখান দিয়ে সবসময় হাতি যাতায়াত করে৷ সেখানে সাইনবোর্ডে সতর্কবার্তাও ঝুলানো রয়েছে৷ তাছাড়া, দুটি ওয়াচ টাওয়ারে বন দফতরের কর্মীরা নজরদারি করেন৷ কিন্তু, গতরাতে বন কর্মীরা অন্যত্র পর্যবেক্ষণে গিয়েছিলেন৷ ওই আধিকারিকের কথায়, হাতির পাল করিডোর দিয়ে যাওয়ার সময় সামনে এসে পড়ে অটোটি৷ তাতেই বিপত্তি দেখা দিয়েছে৷


তিনি বলেন, হঠাৎ অটো দেখে হাতির দল আক্রমণ করে৷ তখন অটোর যাত্রীরা পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন৷ কিন্তু চালক পালাতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন৷ হাতির দল অটোকে উল্টে ফেলে দিয়েছে৷ তাঁর দাবি, ওই ঘটনায় বিশেষ কোনও ক্ষতি হয়নি৷ তবে অটো চালককে তেলিয়ামুড়া হাসপাতালে ভরতি করা হয়েছে৷ সেখানে তার চিকিৎসা চলছে৷ তিনি বলেন, ওই ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে৷


এদিকে, এলাকাবাসীর অভিযোগ, হাতির যন্ত্রণায় তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ মাঝেমধ্যেই হাতির দল বাড়িঘর, খেতের ফসলে হামলা চালায়৷ এতে প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয় তাঁদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *