BRAKING NEWS

ইন্টারনেট সমস্যায় জম্পুইজলার বিভিন্ন অফিসে কাজকর্ম ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ ইন্টারনেট পরিষেবার অভাবে জম্পুইজলা মহকুমার বিভিন্ন অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন যাবত৷ সিপাহীজলা জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বারংবার অবগত করা হলেও অদ্যাবধি নেট পরিষেবা সমস্যার সমাধান হয়নি৷ দীর্ঘ আন্দোলনের ফলে জম্পুইজলা মহকুমা সাব-রেজিস্ট্রি অফিসের উদ্বোধন হয়েছে৷ উদ্বোধনের স্যার কাজের কাজ কিছুই হচ্ছে না সাব-রেজিস্ট্রি অফিসে৷ সমস্যা একটাই ইন্টারনেট পরিষেবা নেই৷


সাইনবোর্ড সর্বস্ব জম্পুইজলা মহকুমার সাব রেজিস্ট্রি অফিস৷ ২০১৯ সালের ১৬ নভেম্বর ঘটা করে সাব-রেজিস্ট্রি অফিসের উদ্বোধন করেছিলেন রাজস্ব মন্ত্রী তথা এলাকার বিধায়ক নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ বিশালগড় মহকুমাকে দ্বিখন্ডিত করে ২০১২ সালে জম্পুইজলা মহকুমার পথ চলা শুরু হয়েছিল৷ এরপর থেকেই মহকুমাবাসী সাব-রেজিস্ট্রি অফিসের দাবি জানিয়ে আসছিলেন৷ সরকার পরিবর্তনের পর সাব রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেন বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ যথারীতি ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় মহকুমা সাব-রেজিস্ট্রি অফিসের৷ কিন্তু উদ্বোধনের সাত মাসেও সাব-রেজিস্ট্রি অফিসের সুবিধা ভোগ করতে পারছে না জম্পুইজলা মহাকুমার উপজাতি নাগরিকরা৷ জনদুভর্োগ লাঘবের উদ্দেশ্যে এই সাব রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেছিলেন সরকার৷ কিন্তু বাস্তবে সুবিধা ভোগিদের হয়রানি এক বিন্দুও কমেনি অদ্যাবধি৷


এর ফলে এডিসি নির্বাচনের প্রাক্কালে সেখানকার উপজাতি নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভের চরম আকার ধারণ করছে প্রতিনিয়ত৷ জমি বিক্রি করে সেই জমির দলিল পর্চা হস্তান্তর করা সম্ভব হচ্ছে না তাদের৷ অনেকের জমিনের পর্চা বের করতে পারছে না৷ যার কারণে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে৷ সাত মাস পূর্বেই জম্পুইজলা সাব-রেজিস্ট্রি অফিস উদ্বোধন করেছিলেন রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা৷ কিন্তু বাস্তবে এই সাব রেজিস্ট্রি অফিস আদৌ জনগণের কোন কাজে আসছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ খবর রাখেননি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ সম্প্রতি জম্পুইজলা মহকুমায় পরিদর্শনে যান সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উদয়ন সিনহা৷ পরিদর্শনকালে নেট পরিষেবা সমস্যার বিষয়টি উদয়ন বাবুর নজরে আসে৷ তখন তিনি বলেছিলেন ইন্টারনেট পরিষেবা সমস্যার কথা সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভাগীয় দপ্তরকে জানানো হয়েছে৷

যতটুকু খবর বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা যৎ সামান্য চেষ্টা করেছেন বলে জানা যায়৷ এ বিষয়ে মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা জানান ইন্টারনেট সমস্যার কারণে জমি সফটওয়্যার এর সার্ভার খোলা সম্ভব হচ্ছে না৷ বিগত সাত মাসে মাত্র একটি জমি রেজিস্ট্রি করা সম্ভব হয়েছে৷ অনেকগুলি আবেদনপত্র জমা পড়েছে অফিসে৷ কিন্তু ইন্টারনেট সমস্যার কারণে কাজ করা যাচ্ছে না৷ তিনি আরো জানান বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হয়েছে৷ ইন্টারনেট সমস্যা সমাধান হলেই সাব-রেজিস্ট্রি অফিসের কাজকর্ম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি৷ তবে কখন ইন্টারনেট পরিষেবার ভোগান্তির শেষ হবে এখনো বলা মুশকিল৷ এখন দেখার বিভাগীয় দপ্তর এ বিষয়ে তড়িঘড়ি কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *