নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ আমতলী থানায় এলাকার ডুকলি সুকল সংলগ্ণ এলাকায় এক মহিলাকে নৃসশংভাবে খুন করা হয়েছে৷ নিহত মহিলার নাম রত্না গোপ৷ স্বামীর নাম মানিক গোপ৷ ধারালো অস্ত্রে কুপিয়ে তাকে খুন করা হয়েছে৷ নিজ বাড়িতেই এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ মহিলার স্বামী মানিক গোপ ধারালো অস্ত্রে কুপিয়ে তাকে হত্যা করেছে৷ এব্যাপারে স্থানীয় লোকজন আমতলী থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
কেন এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে৷ স্থানীয় জনগণ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আশঙ্কা করা হয়েছে৷