নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ তুলনামূলক স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা৷ আপাতত আগরতলা-কলকাতা রুটে চারটি বিমান ওঠা-নামা করেছে৷ একটি বিমান গুয়াহাটি থেকে আগরতলায় এসে কলকাতার উদ্দেশে উড়ে গেছে৷ সোমবার কলকাতা এবং গুয়াহাটি মিলিয়ে ৭০১ জন যাত্রী আগরতলায় এসেছেন এবং ৭০৭ জন যাত্রী কলকাতার উদ্দেশে যাত্রা করেছেন৷
এদিন এমবিবি বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ১৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ করোনা-র প্রকোপে লকডাউন শুরু হওয়ার আগে আগরতলার এমবিবি বিমাবন্দরে প্রতিদিন বিভিন্ন রুটে ১৮টি বিমান ওঠা-নামা করেছে৷
করোনা পরিবহণ ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে৷ বিশেষ বিমান পরিষেবা আগরতলা সেক্টরে মাঝে অনিশ্চিত হয়ে পড়েছিল৷ কিন্তু আজ থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিষেবা৷ এয়ার এশিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া আজ আগরতলা সেক্টরে বিমান পরিষেবা দিয়েছে৷ করোনা-র প্রকোপে লকডাউন শুরু হওয়ার আগে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু এবং ইমফল প্রতিদিন সরাসরি বিমান পরিষেবা চালু ছিল৷ মোট ১৮টি বিমান প্রতিদিন ওঠা-নামা করেছে এমবিবি বিমানবন্দরে৷ কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে পাঁচে৷ তবে দিল্লি, বেঙ্গালুরু সরাসরি বিমান শুরু হয়নি৷ জুলাইয়ের আগে ওই রুটে সরাসরি বিমান শুরু হওয়ার সম্ভাবনা নেই৷
আজও বিমান বন্দরে করোনা মোকাবিলায় এলাহি আয়োজন করা হয়েছে৷ পারস্পরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো ছাড়াও যাত্রীদের স্বাস্থ্যবিধি সমস্ত ব্যবস্থা করেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এয়ার এশিয়া-র একটি, ইন্ডিগো-র তিনটি এবং এয়ার ইন্ডিয়া-র একটি বিমান ওঠা-নামা করেছে৷ এখন থেকে প্রতিদিন পাঁচটি বিমান ওঠা-নামা করবে বলে জানা গেছে৷