BRAKING NEWS

করোনা মোকাবিলায় অন্য রাজ্যে ফাঁক থাকলে তার প্রভাব ত্রিপুরায় পড়বেই : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ করোনা মোকাবিলায় অন্য রাজ্যে ফাঁক থাকলে তার প্রভাব ত্রিপুরায় পড়বেই৷ বহিঃরাজ্য থেকে সংক্রমিত হয়ে ত্রিপুরায় ফিরে আসা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীর আবেদনের প্রশ্ণে এই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাতে দেশের অন্য রাজ্যে করোনা প্রতিরোধ নিয়ে তিনি অসন্তুষ্ট বলেই মনে হয়েছে৷


আজ মুখ্যমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী মোদী সকলের কাছে পারস্পরিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছেন৷ কিন্তু, চেন্নাই ফেরত ৩০০ জন ত্রিপুরার নাগরিকের মধ্যে ৪৫ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাতে, স্পষ্ট বহিঃরাজ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না৷ তাঁর কথায়, দেশের কোন রাজ্যে করোনা মোকাবিলায় ফাঁক থাকলে অন্য রাজ্যে তার প্রভাব পড়বে৷ তিনি বুঝাতে চেয়েছেন, ত্রিপুরাতেও তার প্রভাব পড়বে৷


তাই, মুখ্যমন্ত্রী প্রশ্ণ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন, তামিলনাড়ুতে নাগরিক সমাজ কেন করোনা আক্রান্ত হচ্ছে না৷ অথচ, ত্রিপুরার নাগরিক-রা সেখানে নাগরিক সমাজের সাথেই অবস্থান করেছেন৷ তাঁর কথায়, চেন্নাই ফেরত ত্রিপুরার নাগরিকদের করোনা সংক্রমণ চিহ্ণিত করা হচ্ছে৷ তেমনি, তামিলনাড়ুতেই তাদের করোনা সংক্রমিত হিসেবে চিহ্ণিত হওয়া উচিত ছিল৷ তাতে মনে হচ্ছে, করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যের ভূমিকা নিয়ে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রশ্ণ তুলে দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *