BRAKING NEWS

দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ নিয়ন্ত্রিণহীন বলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি৷ পুলিশ বলেরো গাড়িটিকে আটক করেছে৷ প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বিধায়ককে৷ তাঁর বুকে আঘাত লেগেছে বলে তিনি জানিয়েছেন৷


সোমবার মেলাঘর থেকে ফিরে নিজের বিধানসভা কেন্দ্র মজলিশপুর যাচ্ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ কাশিপুর এলাকায় একটি বলেরো গাড়ির সাথে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ এ-বিষয়ে বিধায়ক চৌধুরী বলেন, বলেরো গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল৷ তাই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যান৷ ফলে, বলেরোটি সোজা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷


তিনি বলেন, অল্পেতে রক্ষা পেয়েছি৷ তবে, বুকে আঘাত লেগেছে৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছুটি দিয়েছেন৷ ওই ঘটনায় পুলিশ বলেরো গাড়ির চালককে গ্রেফতার করতে পারেনি৷ তবে, গাড়িটি আটক করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *