BRAKING NEWS

১৭৯৩ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিলোনিয়া থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিল শ্রমিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ মে৷৷ ৩১ শে মে রবিবার দুপুরে দক্ষিণ জেলা থেকে ১৭৯৩ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিলোনিয়া রেল স্টেশন থেকে ঝাড়খন্ড উদ্দেশ্যে রওনা দেয় শ্রমিক ট্রেন৷ লকডাউন পরিস্থিতিতে শ্রমিক ট্রেনে করে স্বভুমিতে ফিরার উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা খুশির আনন্দ যেন বয়ে গেল রবিবার রেল স্টেশনে৷দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাবরুম এই তিন মহকুমা থেকে মোট ১৭৯৩ জন পরিযায়ী শ্রমিক যাত্রী বিশেষ ট্রেনে করে তাদের নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাড়ি দেন৷

বিলোনিয়া মহাকুমা শাসক মানিক লাল দাস ও পদস্থ আধিকারিকরা রবিবার সকালে বিলোনিয়া রেল স্টেশন পৌঁছে প্রস্তুতি প্রক্রিয়া সহ সব বিষয়ে খোঁজখবর নেন৷ এছাড়া মহকুমা শাসক মানিক লাল দাস পরিযায়ী শ্রমিকদের সাথেও কথাবার্তা বলার পর প্রসাশনের পক্ষ থেকে জলের বোতল, মাক্স, শুকনো খাবার তুলে দেন৷ পরিযায়ী শ্রমিকরা ট্রেনে উঠার আগে থার্মাল সৃকনিং সহ তাদের সেনিটাইজ করা হয়৷
সরকারি সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের বর্তমান লকডাউন পরিস্থিতিতে স্বভূমে অর্থাৎ নিজ গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফে৷

সরকারের এই উদ্যোগে খূব খুশি পরিযায়ী শ্রমিকরা৷ বিলোনিয়া স্টেশন থেকেই ১৭৯৩ জন শ্রমিক যাত্রী এই বিশেষ ট্রেনে করে রওনা হয় রবিবার দুপুরে ১২ সময়৷ পরিযায়ী শ্রমিকদের সুস্থ থাকার বার্তা জানিয়ে শুভেচ্ছা জানান মহকুমা শাসক মানিক লাল দাস , পৌর পরিষদের চেয়ারম্যান শুক্লা দেব সরকার, অন্যান্য পদস্থ আধিকারিকরা৷ গত মঙ্গলবার ও গত রবিবারের পর আজ ৩১ শে মে দফায় দফায় এই নিয়ে তিন বার শ্রমিকদের বিশেষ ট্রেন বিলোনিয়া রেল স্টেশন থেকে ছাড়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *