BRAKING NEWS

জি-৭ জোটের শীর্ষ বৈঠক ভারত ও রাশিয়াকেও চান মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ৩১ মে (হি.স.): করোনা ভাইরাসের কারনে উদ্ভূত পরিস্থিতির জেরে এবছর জুনের বদলে আগামী সেপ্টেম্বরেই হতে পারে শিল্পসমৃদ্ধ দেশগুলির জি-৭ জোটের শীর্ষ বৈঠক। আর এই বৈঠকে ভারত ও রাশিয়ার মতো দেশগুলিকে পেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পাশাপাশি তিনি  অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকেও আমন্ত্রণ জানাতে চান ।

এ বার জি-৭ জোটের শীর্ষ বৈঠকের আহ্বায়ক দেশ আমেরিকা। প্রতিবছর জুনে অনুষ্ঠিত ওই বইথক এবার আগামী সেপ্টেম্বরেই হতে পারে । জানা গেছে মুলত, ভারত ও রাশিয়ার মতো দেশগুলিকে সঙ্গে পেতে এই বৈঠক পিছতে চলেছেন আয়োজক দেশের প্রধান । শনিবার সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, “ওই বৈঠকে এ বার ভারত ও রাশিয়াকেও আমন্ত্রণ জানাতে চাই।’’ কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন, জোটের বর্তমান সদস্যদের নিয়ে বৈঠকে বসলে বিশ্বের অর্থনৈতিক অবস্থাটা ঠিক কী রকম, তা সঠিক ভাবে বোঝা যাবে না। ভারত ও রাশিয়া ছাড়াও তিনি জি-৭ জোটের বৈঠকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকেও আমন্ত্রণ জানাতে চান, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, জি-৭ জোটের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *