সিটি বাস পুনরায় চালু করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ সিটিবাস সার্ভিস পুনরায় চালু করার জন্য ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ এই মর্মে গত ২৮ মে এক নির্দেশিকা জারী করা হয়েছে৷ তাতে পারস্পরিক দূরত্ব বজায় রাখার শর্তে যাত্রী পরিষেবা চালু করার জন্য বলা হয়েছে৷


বাস পরিষেবা চালু করার ক্ষেত্রে মাস্ক পরিধান এবং সেনিটাইজার ব্যবহার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাধ্যতামূলক করা হয়েছে৷ এই বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে টিইউটিসিএল এবং টিআরটিসি-কে সিটিবাস সার্ভিস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে৷

এক্ষেত্রে টিইউটিসিএল নাগেরজলা েেথকে চম্পকনগর, জিবি হসপিটাল থেকে বিশ্রামগঞ্জ, চন্দ্রপুর আইএসবিটি থেকে মোহনপুর, নাগেরজলা থেকে খুমুলুঙ এবং নাগেরজলা থেকে খোয়াই রুটে বাস পরিষেবা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তেমনি টিআরটিসি-কে চন্দ্রপুর থেকে সচিবালয়, সূর্যমণিনগর থেকে সচিবালয়, আগরতলা থেকে সাব্রুম, আগরতলা থেকে বিলোনীয়া, উদয়পুর থেকে কিল্লা, বটতলা থেকে জিরানীয়া এবং জিবি হসপিাল থেকে রাস্তারমাথা পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *