মোবাইল চুরি করে লক্ষাধিক টাকা লুট, গ্রেফতার তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,, ২৯ মে৷৷ মোবাইল ফোন চুরি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে৷ গত ২৯ এপ্রিল থানায় এ-সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে এক মহিলার মোবাইল ফোন চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এ-বিষয়ে রেখারানি মজুমদার শান্তিরবাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন৷ তিনি জানান, গত ২৯ এপ্রিল বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছিল৷ আগুন নেভানোর সুযোগে ঘরে ঢুকে তিন যুবক ব্যাংক পাসবুক ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, মোবাইলে ওটিপি সংগ্রহ করে তিন যুবক মিলে ওই মহিলার ব্যাংক একাউন্ট থেকে ১ লক্ষ ৪ হাজার টাকা তুলে নেয়৷ বিষয়টি মহিলার নজরে আসতে অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে শান্তিরবাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷


ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে৷ অভিযুক্তরা বিপ্লব দেবনাথ, সবুজ নম ও আকাশ মজুমদারের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৩৬, ৩৮০ এবং ১২০(বি) ও আইটি অ্যাক্ট ৬৬বি, ৬৬ডি এবং ৬৬সি ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তাঁর দাবি, প্রতারণার মামলায় এক মাসের মধ্যে সাফল্য মিলেছে৷ এ ধরনের প্রতারণা মূলক ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *