নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ লকডাউন চলাকালীন সময়েও রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ শুক্রবার রানীর বাজার থানা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম রবীন্দ্র দেববর্মা৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাইক দ্রুত বেগে আসছিল৷ সামনাসামনি আসার পর বাইকের চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে এক যুবক গুরুতর ভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার খবর পেয়ে রানির বাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে পুলিশ৷ এ ব্যাপারে রানীর বাজার থানায় সুনির্দিষ্ট মামলা হয়েছে৷ চালকদের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে রাণীর বাজার থানার পুলিশ জানিয়েছে৷