নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ লকডাউনেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেমে নেই৷ আজ বৃহস্পতিবার রেলে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার রানিরবাজার থানা এলাকার বেলমুড়া অঞ্চলে ঘটনটি ঘটেছে৷ করোনা-র প্রকোপে লকডাউনে স্বাভাবিক রেল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷ শুধু বিশেষ ট্রেন চলাচল করছে৷ এরই মধ্যে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ণ ত্রিপুরাবাসী৷
এদিন নিতু সরবের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই বেলমুড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় জনগণ রেল লাইনের ধারে নিতুর মৃতদেহ দেখতে পেয়ে রানিরবাজার থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ পুলিশের অনুমান, অসাবধানতায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে অন্য কারণও থাকতে পারে, পুলিশ তা উড়িয়ে দিচ্ছে না৷ হয়তো রেলে ঝাঁপ দিয়ে যুবক আত্মহত্যা করেছেন, পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে৷