BRAKING NEWS

বিলোনীয়ায় সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ মে৷৷ বিলোনিয়া রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগরের পালপাড়াতে পরিত্যাক্ত জমিতে সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জনগণ প্রথমে মৃতদেহটি দেখতে পায়৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে৷

ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে থানায় তলব করা হয়েছে৷ জেরা করা হয়েছে৷ ওই ব্যক্তির পরিবারের এক সদস্য এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান৷ তবে, পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷


একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে স্বামী পরিত্যাক্তা এক মহিলার গর্ভের সন্তান হতে পারে ওই সদ্যোজাত কন্যাটি৷ মহিলা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *