BRAKING NEWS

মহারাষ্ট্র ফেরত আরও দুজনের দেহে করোনার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ মহরাষ্ট্র থেকে রাজ্যে ফেরত আসা দুই জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানিয়েছেন এদিন ১০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে দুই জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ দুইজনই মহারাষ্ট্র থেকে রাজ্যে ফিরেছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৪ এবং সক্রিয় রয়েছে ৭৪৷ অন্যদিকে সুস্থ হেয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬৭ জন এবং বহিঃরাজ্যে আছেন তিনজন৷


রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন সক্রিয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছেন ৭২ জন৷ এদের মধ্যে শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৭১ জন এবং জিবিতে ১ জন চিকিৎসাধীন রয়েছেন৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের এই তথ্য জানান৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ৩৪৩ জন এবং হোম কোয়ারেন্টাইনে ৯৮৭১ জন রয়েছেন৷


আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৪৯৭ জনের৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪১২৬ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ২৪২ জনের৷ এই পজিটিভদের মধ্যে সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬৭ জন৷ আজ পর্যন্ত রাজ্যের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৬৯ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩৫ জনের৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৪৩ জনের৷ পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ আজ ২ জন করোনা আক্রান্ত রোগী সুুস্থ হওয়ার পর শহীদ ভগৎ সিং সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷ তাদের নির্দিষ্ট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোষ্ট দিয়ে মোট ২৮২ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ নন হটস্পট এলাকা থেকে এসেছে ১১০টি যাত্রীবাহী গাড়ি৷ হটস্পট এলাকা থেকে এসেছে ২৭টি যাত্রীবাহী গাড়ি৷ নন হটস্পট এলাকা থেকে এসেছে ৩৮৭টি ট্রাক৷ হটস্পট এলাকা থেকে এসেছে ২৭টি ট্রাক৷ এখানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ২১ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৯ জন৷ সেম্পল সংগ্রহ করা হয়েছে ১২৯ জনের৷


শিক্ষামন্ত্রী জানান, আজ গোয়া থেকে আগরতলার উদ্দেশ্যে ১টি ট্রেন ছেড়েছে৷ গতকাল চেন্নাই থেকে ১টি ট্রেন ১৬০০ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ এছাড়া কোলকাতা থেকে এখন পর্যন্ত ৯২৭ জন যাত্রী সড়ক পথে আগরতলায় পৌঁছেছেন৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে গতকাল নতুন ১০জন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ এদের মধ্যে ৫ জন চেন্নাই ও ব্যাঙ্গালুরু থেকে এবং ৪ জন মুম্বাই থেকে এসেছেন৷ ১ জন হচ্ছেন রেলকর্মী৷ ৯ জনকে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ রেলকর্মীকে উত্তর প্রদেশের কানপুরে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *