BRAKING NEWS

ডিজিপিকে স্মারকলিপি ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ তাদের ওপর থেকে এফ আই আর . প্রত্যাহার করে নেওয়ার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এর উদ্দেশ্যে জেলা পুলিশ সুপারের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷

চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানান গত ১২এপ্রিল তারা শিক্ষা অধিকর্তার কাছে বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন৷ লকডাউন চলাকালে তারা ডেপুটেশন প্রদান করায় তাদের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করে পুলিশ৷ বর্তমানে চাকরিরত শিক্ষকরা চরম সমস্যার সম্মুখীন৷ এসব বিষয় বিবেচনা করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আনীত এফআইআর প্রত্যাহার করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷ পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার বিষয়টি রাজ্য পুলিশের মহা নির্দেশকের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *