BRAKING NEWS

৬৫ দিন পর আজ যাত্রী নিয়ে বিমান নামবে আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ করোনা-র প্রদুর্ভাব এবং তার মোকাবিলায় লকডাউনের দীর্ঘ ৬৫ দিন পর আগামীকাল ত্রিপুরার মাটিতে যাত্রী নিয়ে অবতরণ করবে বিমান৷ ইন্ডিগোর বিমান আগামীকাল ১০টা ১৫ মিনিটে আগরতলায় মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করবে৷ ওই বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে আসবে৷ পুনরায় আগরতলা থেকে যাত্রী নিয়ে উড়ে যাবে৷ বিমান সংস্থা সূত্রের খবর, প্রতিদিন ইন্ডিগোর একটি বিমান কলকাতা-আগরতলা রুটে যাতায়াত করবে৷


গত ২৫ মে থেকে দেশে বিমানে যাত্রী পরিষেবা শুরু হয়েছে৷ কিন্তু, আগরতলায় কোনও বিমান আসতে পারেনি৷ কারণ, ঘূর্ণিঝড় আমফান-এর তাণ্ডবে কলকাতা বিমানবন্দর উড়ানের ওঠা-নামার জন্য প্রস্তুত ছিল না৷ ফলে, আগরতলা রুটে বিমানে যাত্রী পরিষেবা বন্ধ ছিল৷


গতকাল এয়ার ইন্ডিয়া এবং এয়ার এশিয়া আগামী ৩১ মে পর্যন্ত কলকাতা-আগরতলা রুটে বিমান পরিষেবা স্থগিত রেখেছে বলে ঘোষণা করেছে৷ ইন্ডিগো আজকের বিমান বাতিল করেছিল৷ কিন্তু আগামীকাল কলকাতা থেকে যাত্রী নিয়ে আগরতলায় বিমান আসবে৷ সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন ইন্ডিগোর একটি বিমান কলকাতা- আগরতলা রুটে যাতায়াত করবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *