নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কোনও পরীক্ষাই দিতে হবে না।সামাজিক দূরত্ব এবং সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষাগুলি জুলাই মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে ওয়েবিনারে সামাজিক মাধ্যমে আলাপচারিতায় ঘোষণা করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
এ দিন টুইটারের মাধ্যমে ৪৫,০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে লাইভ আলাপচারিতায় অংশ নেন মন্ত্রী। বহু কলেজ শিক্ষক এবং অধ্যাপক তাঁকে প্রশ্ন করেন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, যদি করোনা অবস্থার উন্নতি না হয় এবং জুলাই মাসে কলেজ কর্তৃপক্ষের পরীক্ষার আয়োজন করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। তিনি এ দিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন, এই পরীক্ষা শুধুমাত্র কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রছত্রীদের জন্য নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কোনও পরীক্ষাই দিতে হবে না।