নয়াদিল্লি, ২৮ মে (হি. স.): এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন তৈরি করার চ্যালেঞ্জ এখন ভারতের সামনে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধান বিজ্ঞান পরামর্শদাতা অধ্যাপক বিজয় রাঘবন। সেই লক্ষ্যে একশটিরও বেশি প্রজেক্টে বর্তমানে কাজ চলছে। সাধারণ পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। খরচ হয় ২০০ মিলিয়ন ডলারের মত।বর্তমান পরিস্থিতিতে ৩০ টি সংস্থা কাজ করে চলেছে। অনুসন্ধানের নিরিখে ভাল জায়গায় রয়েছে ২০ সংস্থা বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক বিজয় রাঘবন জানিয়েছেন, করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুস্থ মানুষের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেই কারণে ভ্যাকসিনের গুণগত মান এবং সুরক্ষা দিকটি যাচাই করা হয়। সে জন্য অধিক সময় লেগে যায়। ভ্যাকসিন চার প্রকারে বিকশিত করা যায়। ভ্যাকসিন যতদিন না আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত দেশবাসীকে পাঁচটি কাজ করতে হবে।মুখে মাস্ক পরা, হাত শোধন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, চিহ্নিতকরণ করে টেস্টিং করা। এই পাঁচ ভাবে করোনাকে নির্মূল করা যেতে পারে।