নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ মে৷৷ কংগ্রেসের উদ্দ্যোগে ৫ দফা দাবির ভিত্তিতে শান্তির বাজার মহকুমা শাসকে নিকট এক দাবিসনদ প্রদান করেন৷ আজ বিকেল ৩ টা ৩০ মিনিট নাগাদ কংগ্রেসের এক প্রতিনিধি দল শান্তির বাজর মহকুমা শাসকের সঙ্গে মিলিতহন৷ কংগ্রেসে প্রতিনিধি দল শান্তির বাজার ডিগ্রি কলেজের বাউন্ডারি নির্মান, শান্তির বাজার পৌর পরিষদ এলাকায় সঠিকভাবে বিশুদ্ব পানীয়জল পৌঁছে দেওয়া, টু এফ কাজের টাকা বৃদ্ধী করা আরো অন্যান্য দাবীনিয়ে ৫ দফা দাবীর ভিত্তিতে মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশান প্রদানকরেন৷
আজকের এই ডেপুটেশানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দীলিপ কুমার চৌধুরী, শান্তির বাজার কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট প্রিয়লাল দাস, শান্তির বাজার কংগ্রেসের ব্লক জেনারেল সেক্রেটারী বিরাজ সরকার, বিলোনীয়া ব্লক কংগ্রেসের যুবনেতা অরজিত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা৷ ডেপুটেশান শেষে সংবদমাধ্যমের সন্মুখিন হয়ে ৫ দফা দাবিসনদগুলি সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রাক্তন বিধায়ক দীলিপ কুমার চৌধুরী৷