নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ অবিশ্বাস্য হলেও সত্যি? জনবসতি এলাকায় দেখা গেল বাঘ ও বাঘ শাবক৷ ঘটনা বিশালগড়ের গোকুলনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ জাতীয় সড়ক লাগোয়া এলাকায়৷ সেখানে রাস্তার পাশেই রয়েছে খানিকটা ঘন জঙ্গল৷ বিএসএফ ক্যাম্পের কাছেই জাতীয় সড়কে যানবাহন আটক করে তল্লাশি চালায় নিরাপত্তাকর্মীরা৷
সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী প্রাকৃতিক তাগিদে এগিয়ে গেলে লক্ষ করেন এক চিতাবাঘ ও বাঘ শাবক৷ ততক্ষনে আতঙ্কে তার প্রাণ ওষ্ঠাগত প্রায়৷ প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে আসেন তিনি৷ সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনি অন্যান্যদের জানান৷ লোকজনরা এগিয়ে গিয়ে বাঘ ও বাঘ শাবক প্রত্যক্ষ করেন৷ মুহূর্তে এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে এলাকায়৷ পলকেই বহু লোকের সমাগম ঘটে ওই এলাকায়৷
খবর পাঠানো হয় বনদপ্তরে৷ ছুটে আসে বনদপ্তরের কর্মীরাও৷ ততক্ষনে বাঘ ও বাঘ শাবক জঙ্গলের দিকে চলে যায়৷ বাঘের সন্ধানে তল্লাশি চালাতে আসা বন দপ্তরের কর্মীদের প্রস্তুতি নিয়ে জনমনে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ কেননা লাঠিসোটা ছাড়া বন দপ্তরের কর্মীদের কাছে আর তেমন কোনো যন্ত্রপাতি ছিল না৷ বাঘ ধরতে আসা বনকর্মীদের প্রস্তুতি ঘিরে জনমনে রীতিমতো হাসির রোল পরিলক্ষিত হয়৷ জনবসতি এলাকায় চিতাবাঘ ও বাঘ শাবকের আগমন কিরে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তাহলে কি সত্যি সত্যি রাজ্যের জঙ্গলেও বাঘের অস্তিত্ব পরিলক্ষিত হচ্ছে?