BRAKING NEWS

এখনই রাজ্যের বিদ্যালয়ে শুরু হচ্ছে না পঠন-পাঠন, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরায় আপাতত বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে না৷ অন্তত জুলাই-এর আগে কোনওভাবেই বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হবে না বলেই মনে হচ্ছে৷ কারণ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের টেলিফোনিক বার্তার ভিত্তিতে মঙ্গলবার ত্রিপুরার শিক্ষামন্ত্রী এমনটাই ইঙ্গিত দিয়েছেন৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, গত ২৮ এপ্রিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার প্রস্তুতি সম্পর্কে অবগত করেছিলাম৷ সে-মোতাবেক ১ জুন শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যাবেন এবং ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের উপযোগী করে তুলবেন, এমনটাই স্থির হয়েছিল৷ কিন্তু, আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক নতুন বিষয়ে আমাদের টেলিফোনে অবগত করেছে৷


তিনি বলেন, নির্দেশিকা মোতাবেক ১০ বছর বয়সের নীচে শিশুদের বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে৷ এমন ত্রিপুরার সরকারি বিদ্যালয়ে ২.৫ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে৷ তাই, এ-বিষয়ে এখন মানবসম্পদ উন্নয়নমন্ত্রক নতুন করে চিন্তাভাবনা করছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, পরিকল্পনা ছিল সকলকে একত্রে বিদ্যালয়ে পাঠাব না৷ সেক্ষেত্রে ১ জুন থেকে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যাবেন এবং ছাত্রছাত্রীদের উপযোগী করে তুলবেন৷ কিন্তু, এখন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক বলছে, জুলাই থেকে উচ্চ এবং উচ্চ মাধ্যমিক স্তরে পঠন-পাঠন শুরু করা যাবে৷ তেমনি, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি আগস্টে এবং প্রাথমিক বিভাগ সেপ্ঢেম্বরে পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে৷ অবশ্য, এই সূচি পরিস্থিতির নিরিখে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷


ফলে, এখনই ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে না, এমনটাই মনে হচ্ছে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নির্দেশিকার অপেক্ষায় থাকতে হবে সকলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *