BRAKING NEWS

প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপ-আঞ্চলিক সহযোগিতায় উত্তরপূর্ব আরও বিকশিত হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে উঠলেই উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের চিত্রও পাল্টে যাবে৷ কোভিড-১৯ পরবর্তী পর্যায়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বাণিজ্যিক সম্পর্কের সাথে অন্যান্য ক্ষেত্রেও উন্নতিতে তা খুবই প্রয়োজনীয় বলে মনে করেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ সিএএ-র উদ্যোগে আয়োজিত ‘প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বাণিজ্য : কোভিড-১৯-এর পর দৃষ্টিভঙ্গি ও কৌশল’ শীর্ষক ওয়েবিনার-এ বক্তব্য পেশ করতে গিয়ে এ-কথা বলেন তিনি৷


মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য হলো কোভিড-১৯-এর পর উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কিত প্রকল্প এবং প্রকৃত অর্থে দ্রুত সমস্যার সমাধান, নতুনভাবে স্বাভাবিক পরিস্থিতিতে পিপিপি ও বহুপাক্ষিক / দ্বিপাক্ষিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ, সীমান্ত বাণিজ্য ও মালপত্র পরিবহণ, কোভিড-১৯-এর পর এই অঞ্চলে বাণিজ্যের সম্প্রসারণ করা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা৷


উপমুখ্যমন্ত্রী ছাড়াও এই ওয়েবিনার-এ অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকগণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার নীতিনির্ধারকগণ, আমদানি রফতনি বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তি ও উদ্যোগীরা৷ ওয়েবিনার-এ মুখ্য বক্তাদের মধ্যে ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরায় কর্মরত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কিরীটি চাকমা, ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সদস্য (অর্থ) সিভি প্রসাদ, মায়ানমারে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় ও বাংলাদেশের চিটাগাঙ পোর্ট অথরিটির সদস্য (হার্বার অ্যান্ড ম্যারিন) কমান্ডার শফিউল বারী৷
ওয়েবিনার-এ ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তাঁর ভাষণে কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বাণিজ্যের সম্পসারণের বিষয় নিয়ে আলোচনা করেন৷

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলির বাণিজ্যের বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের পরিপূরক সম্পদের জন্য বাংলাদেশের সাথে এই অঞ্চলের ৯০ শতাংশ বাণিজ্য হচ্ছে৷ অন্যদিকে, বিভিন্ন কারণে ভুটান, মায়ানমারের সাথে তেমনভাবে বাণিজ্যিক সম্পর্ক এখনও গড়ে ওঠেনি৷ ইন্ডিয়া-মায়ানমার-থাইল্যান্ড ট্রাইলেটারেল হাইওয়ে (আইএমটি)-র মতো উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে উঠলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের চিত্রও পাল্টে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, আমেরিকা, কানাডার মতো ‘স্মার্ট বর্ডার’ ম্যানেজমেন্ট এবং সবর্োপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বের কথাও তুলে ধরেন তাঁর বক্তব্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *