BRAKING NEWS

প্রয়োজন মনে করলে ক্ষমতা থেকে সরিয়ে দিন আমাদের, অমিত শাহকে মমতা

কলকাতা, ২৭ মে (হি. স.): করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের উপর একের পর এক অভিযোগ করছিল বিরোধী দলগুলি। এরমধ্যে যুক্ত হয়েছে আমফান পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিরোধীদের একের পর এক কোণঠাসা মন্তব্য শুনতে শুনতে এদিন নবান্নে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “অমিত শাহ কে বলেছিলাম এরকম চলতে থাকলে সরকার ভেঙে দিন। আপনাদের যদি মনে হয় পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবেলা করতে পারছে না। হলে আপনারা নিজে এসে কাজ করুন আমার কোন আপত্তি নেই।” রাজ্যের আপত্তি সত্ত্বেও একের পর এক দিন রাজ্য থেকে ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করার অনুমতি দিচ্ছে রেল মন্ত্রক। এই প্রসঙ্গে রেলের চূড়ান্ত গাফিলতির দিকে আঙ্গুল তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “রেলের কোনো দায়িত্ব নেই। আমাদের চিঠি লিখে জানানো সত্ত্বেও ট্রেন পাঠাচ্ছে রাজ্যে। এইভাবে রাজ্য করোনা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে।”  কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় সরাসরি লোকের করোনা হলে সেই দায় কে নেবে? ওরা চায় বাংলা গুজরাট মহারাষ্ট্র হয়ে যাক।”এরপরে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের পরিস্থিতির প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই ধরনের সংক্রমণ একটা এরিয়াতে বেঁধে রাখা উচিত। কিন্তু সেটা হচ্ছে না। ট্রেনে গাদাগাদি করে আসার ফলে সংক্রমণ বাড়ছে। এতে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *