নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): লকডাউন শিথিল হওয়ার কারণেই দিল্লিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। তবে চিন্তার কোনও কারণ নেই, যতক্ষন না পর্যন্ত মৃত্যু ও অতি সংক্রমিতের হার দ্রুততার সঙ্গে বাড়ছে। সোমবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন কেজরিওয়াল জানিয়েছেন, লকডাউন শিথিল হওয়ার কারণেই দিল্লিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা। তবে চিন্তার কোনও কারণ নেই, যতক্ষন না পর্যন্ত মৃত্যু ও অতি সংক্রমিতের হার দ্রুততার সঙ্গে বাড়ছে। যদি কেউ ভাইরাসে সংক্রমিত হন এবং সুস্থ হয়ে ওঠেন তাহলে চিন্তার কোনও কারণ নেই।
কেজরিওয়াল দাবি করেছেন, দিল্লির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, যদিও আমাকে স্বীকার করতেই হচ্ছে, কোভিড-১৯ সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। অধিকাংশ সংক্রমণের ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা যাচ্ছে এবং বাড়িতেই চিকিৎসা চলছে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠিয়েছি আমরা। এক্ষেত্রে রোগীকে এম্বুলেন্স দেওয়া এবং কোভিড-১৯ হাসপাতালে পৌঁছে দেওয়া হাসপাতালেরই দায়িত্ব।
কেজরিওয়াল আরও জানিয়েছেন, এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসা চলছে করোনা-আক্রান্ত ৩৩১৪ হন রোগীর। সোমবার থেকেই নতুন করে ২০০০টি বেড মিলবে প্রাইভেট হাসপাতালে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৩৪,১৮ এবং সুস্থ হয়েছেন ৬৫৪০ জন ও সক্রিয় রোগী ৬৬১৭ জন।

