তাপপ্রবাহ! লাল সর্তকতা জারি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে

নয়াদিল্লি,২৫ মে (হি. স.): তীব্র দাবদাহ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী দুই দিনের জন্য লাল সর্তকতা জারি করল ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ (আইএমডি)। আইএমডি তরফে জানান হয়েছে আগামী দুই থেকে তিন দিন এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে।

সোমবার আইএমডি তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে গ্রীষ্মকালে এই প্রথমবার তীব্র দাবদাহে জন্য লাল সর্তকতা জারি করা হল। লু এর কারণে গরম অনুভূত হচ্ছে বেশি।আগামী দিনেও এই ধারা বজায় থাকতে পারে।এখনও পর্যন্ত গোটা দেশে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজস্থানে চুরুতে।যেখানে পারদ এর কাটা ৪৭. ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 

দিল্লি এনসিআর সহ পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা অনেক বেশি থাকবে।উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহ বা লু এর কারণে ভীষণ গরম অনুভূত হবে। ২৮ মের রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা কমতে শুরু করবে। স্বস্তি পাবে সাধারণ মানুষ এর পরবর্তী পরিস্থিতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হওয়ার কারণে পারদের কাঁটা নেমে দাঁড়াবে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।জুনের প্রথম সপ্তাহে কেরলের উপকূলে মৌসুমী বায়ু চলে আসবে।১৫ থেকে ২০ জুন পর্যন্ত মুম্বইতে চলে আসবে মৌসুমী বায়ু।