নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী দক্ষিণা হাওয়া উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসার কারণে আগামী ২৭ থেকে ২৯ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওই তিনদিন ত্রিপুরায় অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷
ফলে, বৃহস্পতিবার থেকে সমগ্র ত্রিপুরা করোনা সংকটের পাশাপাশি বৃষ্টির ঝাপটাও সহ্য করতে হবে৷ আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যে টানা বৃষ্টিপাত হবে৷ এক্ষেত্রে টানা তিনদিন ধারাবাহিক বৃষ্টিপাতে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কিনা সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ, অসমে টানা বর্ষণে দুয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই করোনা সংকটের মাঝে প্রাকৃতিক দূর্যোগ ত্রিপুরার জন্য চিন্তা বাড়াচ্ছে বলেই মনে হচ্ছে৷