আমবাসায় কোয়ারেন্টাইন সেন্টারে খাবার সরবরাহ না করায় আবাসিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ধলাই জেলার আমবাসা পলিটেকনিক্যাল কলেজে অবস্থানরত বহি রাজ্য থেকে আসা ত্রিপুরার ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তারা বেঙ্গালুরু থেকে রাজ্যে এসেছেন৷ ট্রেনে করে আসা এসব যাত্রীদের আমবাসা পলিটেকনিক্যাল কলেজে রাখা হয়েছে৷ এখানেই তাদের যাবতীয় পরীক্ষা নিরিক্ষার পর বাড়ি করে পাঠানো হবে৷


আশ্চর্যের বিষয় হলো তাদেরকে আমবাসা পলিটেকনিক কলেজে রাখা হলেও গতকাল রাতে তাদের জন্য কোন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়নি৷ ক্ষুধার জ্বালায় তাদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়েছে৷ রাতে কোন ধরনের খাবার সরবরাহ না করায় সকাল থেকেই ওইসব মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ প্রশাসনের ভূমিকায় উত্তপ্ত হয়ে উঠে আমবাসা পলিটেকনিকেল কলেজ চত্বর৷ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন৷ মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী৷


আমাবাসা পলিটেকনিক্যাল কলেজে অবস্থানরত বহির রাজ্য থেকে আসা ত্রিপুরার নাগরিকদের অভিযোগ তাদেরকে সেখানে রাখা হলেও কোনো ধরনের খাবারের ব্যবস্থা করা হয়নি৷ ক্ষুধার জ্বালায় তারা ছটফট করছে৷ প্রশাসনিক উদাসীনতায় তারা প্রচণ্ড ক্ষুব্ধ৷ এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শনিবার সকালে৷ সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারান্টিনে রাখা প্রত্যেকের খাবারের ব্যবস্থা করার দায়দায়িত্ব প্রশাসনের৷ অথচ আমবাসা পলিটেকনিক্যাল কলেজে যাদেরকে রাখা হয়েছে তাদের জন্য কোন ধরনের খাবারের ব্যবস্থা করা হলো না কেন সেই উত্তর কারো কাছ থেকে মিলছে না৷

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷ অবশ্য শনিবার তাদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে প্রশাসন৷ তারপর পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়৷


এক্ষত্রে কোয়ারেন্টাইনে নতুন করে যাদের রাখা হচ্ছে তাদের পরিবারের লোকজনও রীতিমতো শঙ্কিত৷ একদিকে, বহিঃরাজ্য থেকে ফেরত এসেছে, বাড়ি ঘরে যাওয়ার ব্যবস্থা নেই৷ এই চৌদ্দদিনে তাদের খাবারের সুব্যবস্থা করার একান্ত প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *