নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৩ মে৷৷ মহামারী করোনা ভাইরাসের উপর উত্তর জেলায় প্রথমবারের মতো জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ সচেতনতামূলক অভিযান৷ মহামারী করোনা ভাইরাস যখন গোটা বিশ্বের সাথে ভারতবর্ষে থাবা বসিয়েছে আর সেই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কেন্দ্র সরকার দেশব্যাপী লকডাউন জারি করেছে৷
দফায় দফায় বর্তমানে চতুর্থ দফার লকডাউন চলছে৷যদিও চতুর্থ দফার লকডাউনে সাধারণ জনগণ থেকে শুরু করে যান চলাচল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অনেকটা ছাড় দিয়েছে কেন্দ্র সরকার৷ তার সাথে সাথে করোনা ভাইরাস মোকাবিলার জন্য অনেকটা নতুন নিয়মাবলী জারি করেছে কেন্দ্র সরকার৷ সেই সকল নতুন নিয়মাবলী জনগণ যাতে পালন করে তার জন্য আজ বিকেল বেলা উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তঘেঁষা কদমতলা প্রেমতলা ও চুড়াইবাড়ি বাজারে উত্তর জেলার জেলাশাসক রেবেল এইচ কুমার ও উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী যৌথভাবে সচেতনতামূলক রেইড করেন৷ সাথে ছিলেন এসডিএম, কদমতলা ব্লকের বিডিও, কদমতলা থানার ওসি, চুরাইবারি থানার ওসি সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকগন৷
আজকের করোনা ভাইরাসের উপর সচেতনতামূলক রেইডের মূল বিষয়বস্তু ছিল সাধারণ জনগণ মুখে মাস্ক না পরে জনসমাগমে যাওয়া, এক মোটরবাইকে দুইজন করে যাওয়া, সামাজিক দূরত্ব বজায় না রাখা,যাত্রীবাহী গাড়িতে সামাজিক দূরত্ব না মেনে অধিক যাত্রী বহন করা ইত্যাদির উপর উত্তর জেলার পুলিশ ও প্রশাসনের তরফ থেকে রেইড করা হয়৷ কদমতলা প্রেমতলা ও চুড়াইবাড়ি বাজারে প্রায় একশো জনকে ১০০ টাকা করে কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে ফাইন করা হয় পুলিশ ও প্রশাসনের তরফ থেকে৷
পাশাপাশি আজকের এই সচেতনতামূলক রেইডের পর উত্তর জেলার জেলাশাসক রেবেল এইচ কুমার সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান,আজকে প্রথমবারের মতো পুলিশ ও প্রশাসনের তরফ থেকে মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ জনগণকে আরও সচেতন করার জন্য কেন্দ্র সরকারের নিয়ম ও নির্দেশ অনুসারে আজকে সচেতনতামূলক রেইড করা হয়৷ আগামী দিনেও তা জারি থাকবে বলে জানান জেলাশাসক৷