নয়াদিল্লি, ২৩ মে (হি. স.) : কোভিড -১৯ এর প্রভাবে লকডাউন-এ জনজীবন ছাড়াও দেশে অপরিশোধিত তেল উৎপাদনও ক্ষতিগ্রস্থ হয়েছে। চলতি বছরের এপ্রিলে অপরিশোধিত তেলের উৎপাদন হয়েছিল ২৫৪৫.৮১ টিএমটি (হাজার মেট্রিক টন) যা শুধু তিন মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ১.৪৪ শতাংশ কম নয়, গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩৫ শতাংশ কমও বটে।
এপ্রিলে ওএনজিসি নির্ধারিত ব্লকে ১৬৮১.৭৭ টিএমটি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ০.৬৫ শতাংশ কম এবং ২০১৯ সালের এপ্রিলের তুলনায় ০.৫৩ শতাংশ কম। লকডাউনে গেইল পশ্চিমাঞ্চলীয় উপকূলে কূপগুলি বন্ধ থাকায় কম তেল উত্তোলন করেছে এবং উপকূলীয় অঞ্চলে ফিল্ড পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই, উৎপাদনে ঘাটতি হয়েছে।
এছাড়া, এপ্রিলে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে ২১৬১.৩৩ এমএমএসসিএম (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার)। যা ছিল ওই-মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০.৮৮ শতাংশ কম এবং 2019 সালের এপ্রিলের প্রকৃত উৎপাদনের তুলনায় ১৮.৬২ শতাংশ কম। তেমনি, এপ্রিলে রিফাইনারিগুলিতে উৎপাদন ছিল ১৪৭৪৫.১৮ টিএমটি যা এ মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ২২.০১ শতাংশ কম এবং এপ্রিল ২০১৯ সালের আসল উৎপাদনের তুলনায় ২৮.৭৮ শতাংশ কম।

