নয়াদিল্লি, ২৩ মে (হি. স.): সদ্য আমেরিকা থেকে ফেরত ৭৬ জন প্রবাসীদের মধ্যে ২২ জনের মধ্যে করোনা সংক্রমণ মিলেছে। শনিবার এদের লালারসের নমুনার রিপোর্ট আসে। আক্রান্তরা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। বর্তমানে তাদের কোয়ারেনটিনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসাদেরও চিহ্নিত করার কাজ চলছে। দুই দিন আগে এই সকল প্রবাসীরা বিদেশ থেকে দেশে ফেরে।পঞ্জাবের অমৃতসরে তারা অবতরণ করে সেখান থেকে তাদের পাচকুলায় নিয়ে যাওয়া হয়েছিল।২২ জনের শরীরে করোনা সংক্রমন পাওয়ার ফলে চিন্তিত হরিয়ানার স্বস্থ্য মন্ত্রি অনিল ভিজ।
2020-05-23

