BRAKING NEWS

সিধাই সীমান্তে বেড়া কেটে চোরের হানা, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বুধবার গভীর রাতে সিধাই থানাধীন কলকলিয়ার কৃষ্ণনগর গ্রামের মঞ্জু দাস এবং দিলীপ সরকারের গোয়ালে হানা দেয় চোরেরা৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বাড়ির লোকেরাটের পেয়ে হইচই শুরু করেন৷ এদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়া লাগোয়া এই দুটি বাড়ি৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর এলাকার মনু বিওপির সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান৷ গ্রামবাসীরা চোরদের ধাওয়া করলে বর্ডার ফেন্সিং এর কাটা অংশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরেরা৷


সীমান্তরক্ষী বাহিনীর একজন জওয়ান চোরদের ধাওয়া করে করেকাঁটাতারের ওপারে চলে যান৷ বেশ অনেকটা সময় চোরেদের ধাওয়া করে ওই বিএসএফ জওয়ান৷ বাধ্য হয়ে চোরের দল দুটি গাভী ছেড়ে পালিয়ে যায়৷ যদিও একটি গাভী নিতে সক্ষম হয় চোরেরা৷ রাতে একটি গাভী উদ্ধার করা সম্ভব হলেও অপরটি পরদিন বৃহস্পতিবার সকালে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী৷

তবে বর্তমানে সীমান্তে এই কঠোর আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমান্তে কাঁটাতার কেটে গরু নিয়ে যাওয়ার ঘটনা সত্যি চাঞ্চল্যকর৷ স্থানীয়দের দাবি সীমান্তরক্ষী বাহিনীকে ফেন্সিং পাহারা ক্ষেত্রে কোন ধরনের অবৈধ কার্যকলাপ নজরে এলে গুলি করার অনুমতি দিক সরকার৷ একমাত্র এই পন্থা অবলম্বন করলেই সীমান্তে অবৈধ কার্যকলাপ একেবারেই বন্ধ হওয়া সম্ভব হলে কৃষ্ণনগর গ্রামের সাধারণ মানুষের দাবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *