রাজৌরি, ২২ মে (হি. স.) : পাকিস্তান নিজেদের ঘৃণ্য আচরণ বন্ধ করতেই চাইছে না। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় প্রায়দিন গোলাবাড়ি করছে। প্রতিনিয়ত তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। এমনই আজ শুক্রবার সকালেও পাক সেনা রাজৌরি জেলায় কৃষ্ণা ঘাঁটি তথা শাহপুর সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে, ভারতীয় সেনা পাক বাহিনীর হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে।
শুক্রবার সকালে পাক আর্মি রাজৌরি জেলার কৃষ্ণা ঘাঁটি তথা শাহপুর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি এবং আবাসিক অঞ্চলগুলিকে লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ শুরু করে। ভারতীয় সৈন্যরাও পাকিস্তানের নৃশংস কর্মকাণ্ডের যথাযথ জবাব দিয়েছে। ওই গোলাগুলিতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর লেখা পর্যন্ত উভয় পক্ষ থেকে গুলি চালানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে পাক সেনাবাহিনী রাজৌরি জেলার কৃষ্ণ উপত্যকা এবং শাহপুর সেক্টরে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। কিছুক্ষন দুই দিকেই গোলাগুলি চলেছে। পরে বন্ধ হয়ে গিয়েছে। ওই গোলাগুলিতেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।