নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷পুরনিগম এলাকায় সমস্ত অটোতে বসবে মিটার৷ দুই স্তরে ভাড়ার বিন্যাসে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, শীঘ্রই মিটার অটো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে৷ আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
তিনি বলেন, ২০১৮ সালের ৫ জুলাই এবং ২০১৯ সালের ২০ জুন ত্রিপুরা মন্ত্রিসভা পুরনিগম এলাকায় মিটার অটো চালু সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল৷ তাতে ভাড়ার তিনটি স্তর বিন্যাস করা হয়েছিল৷ কিন্তু লিগাল মেটোরোলজি দফতর ভাড়ার বিন্যাসে তিনটি স্তরে আপত্তি জানায়৷ তাঁদের পরামর্শ মিটার অটোয় ভাড়ার স্তর হতে হবে দুটি৷ তার বেশি রাখা যাবে না৷ সে-মোতাবেক আজ মন্ত্রিসভা মিটার অটো চালু এবং ভাড়ায় দুটি স্তরের অনুমোদন দিয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, অটোয় উঠলে ৪.২ কিমি পর্যন্ত যাত্রীকে ভাড়া গুনতে হবে ৩০ টাকা৷ এর পর প্রতি এক কিমি-এ ভাড়া দিতে হবে অতিরিক্ত ৭.২০ টাকা করে৷ তিনি বলেন, একটি অটোয় সবর্োচ্চ তিন যাত্রী একত্রে যেতে পারবেন৷ তারা ওই অটো ভাড়া নেবেন৷ সে-ক্ষেত্রে অটোর নির্দিষ্ট কোনও রুট থাকবে না৷
শিক্ষামন্ত্রী জানান, অটোর মিটার ক্রয়ে ২০১৯ সালের ২০ জুলাই দরপত্র আহ্বান করা হয়েছিল৷ চারটি সংস্থা দরপত্র জমা দিয়েছিল৷ খুব শীঘ্রই মিটার অটো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে, জানান তিনি৷