BRAKING NEWS

বিলেতি মদের দোকান, প্রতিবাদ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মে৷৷ বিলেতি মদের দোকান বন্ধ করার দাবীতে এলাকার বিশিষ্টজনের এক প্রতিনিধিদল সিপাহীজলা জেলাশাসকের নিকট এই মর্মে এক দাবীসনদ তুলে দেন৷


সম্প্রতিকালে জম্পুইজলা মহকুমাধীন জম্পুইজলা কলোনি এসবি সুকল এবং মডার্ন ইডেন সুকলের মধ্যবর্তীস্থানে বিলিতি মদের দোকান খোলার উদ্যোগ নিয়েছে৷ যে স্থানে মদের দোকান খোলা উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পরপর দুইটি সুকল রয়েছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরেও কিভাবে ওই এলাকায় মদের দোকান খোলা হবে সেটাই এখন প্রশ্ণ৷ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে উঠতে পারছেন না কিভাবে খোলা হবে মদের দোকান৷ প্রতিষ্ঠান সন্নিকটে মদের দোকান খোলা মানে শিক্ষা প্রতিষ্ঠান সুস্থ পরিবেশ কি কলুষিত করা৷


এহেন পরিস্থিতিতে এলাকার শিক্ষাবিদ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছেন কোনমতেই যাতে এখানে মদের দোকান খোলা না হয়৷ জেলা প্রশাসন সহ দপ্তরের কর্মকর্তারা অবিলম্বে এই বিষয়টি তদন্ত সাপেক্ষ পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে যেতে পারে বলে জানা যায়৷ যেখানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে কান পাতলে শোনা যায় মদের দোকান বন্ধ করার গুঞ্জন৷ সাধারণ মানুষ আন্দোলন ছাড়াই জেলা প্রশাসন এবং দফতরের আধিকারিকরা অবিলম্বে এই মদের দোকান বন্ধ করা উদ্যোগ গ্রহণ করুক সেটাই চাইছেন এলাকার মানুষ৷ উদ্যোক্তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হলেও কর্ণপাত করতে রাজি নয় তারা৷ এখন দেখার এই বিষয়টি নিয়ে জেলা তথা দফতরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *